চট্টগ্রামে ছিনতাইকারী চক্রের ৪ সদস্য গ্রেফতার, হীরা, মোবাইল ও নগদ অর্থ উদ্ধার
 
                                                                                                কে এম রুবেল (চট্টগ্রাম):
সিএমপির ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মহসিন, পিপিএম এর নেতৃত্বে ডবলমুরিং মডেল থানা টিম ডবলমুরিং মডেল থানাধীন আগ্রাবাদ বাদামতলী মোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৬টি ভ্যানিটি ব্যাগ, বিভিন্ন ব্র্যান্ডের ১১টি মোবাইল সেট, নগদ ২০ হাজার টাকা, ০১টি কাটার সহ মোঃ আকাশ (২৪), তানিয়া বেগম (২৫), আনোয়ার হোসেন মঞ্জু (৪৫) ও মোঃ তাজুল ইসলাম (৪০) কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            