ফরিদপুরের সালথায় লকডাউন বাস্তবায়নে তৎপর পুলিশ
 
                                                                                                জাকির হোসেন, সালথা (ফরিদপুর):
বৈশ্বিক মহামারী কোভিড-১৯ (করোনা ভাইরাস) এর কারণে থমকে গেছে সারা বিশ্ব। সংক্রমণ রোধে সারাদেশে একযোগে চলছে লকডাউন। এরই অংশ হিসেবে ফরিদপুরের সালথায় উপজেলা ব্যাপী  লকডাউন বাস্তবায়ন করা হচ্ছে। সকাল ৬টা থেকেই সালথা সদরসহ বিভিন্ন এলাকা গুলোতে সালথা থানা পুলিশের ব্যাপক তৎপরতা চোখে পড়ে।  লকডাউন উপলক্ষে প্রধান প্রধান রাস্তায় লোকজন তেমন ছিল না। জরুরী সেবা ব্যাতিত অন্য সকল দোকান বন্ধ ছিল। যানবাহন চলাচলে সরকারি বিধি নিষেধ আরোপ করা হয়েছে। ফলে জরুরী সেবার গাড়ী ছাড়া অন্য কোন যানবাহন চলতে দেখা যায় নাই। 
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            