জালালাবাদ থানা পুলিশের মাদকদ্রব্যসহ ২ মাদক কারবারি আটক
 
                                                                                                সিলেটে গতকাল সোমবার ২৮ জুন ২০২১ইং তারিখ এসআই (নিরস্ত্র) দেবাশীষ দেব সঙ্গীয় অফিসার এসআই (নিরস্ত্র) মো. হাসানুজ্জামান, এএসআই (নিরস্ত্র) মো. রেজাউল করিম, এএসআই (নিরস্ত্র) ফারুক আহমদ, এএসআই (নিরস্ত্র) মোস্তাফিজুর রহমান জালালাবাদ থানা, এসএমপি, সিলেটসহ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাত অনুমানিক ১০টা ৪০ মিনিটে মাদিনা মার্কেট পয়েন্টে অবস্থানের সময় গোপন খবরের ভিত্তিতে জানতে পারে যে, জালালাবাদ থানার করেরপাড়া এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য বেচাকেনা করছে। 
বাদী এ খবর পাওয়ার পর থানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান এবং কর্তৃপক্ষের নির্দেশক্রমে সঙ্গীয় অফিসারসহ ঘটনাস্থল জালালাবাদ থানার করেরপাড়া প্রবেশ মুখে ৮নং সিটি ওয়ার্ড কাউন্সিলর ইলিয়াছুর রহমান ইলিয়াছের কার্যালয়ের কাছে কালভার্টের ওপর রাত অনুমানিক ১০টা ৫০ মিনিটে পৌঁছে সঙ্গীয় অফিসারদের সহায়তায় আসামি বিরাজ চৌধুরী (৪২) পিতা : মৃত : সরুজ কান্তি চৌধুরী/রঞ্জু চৌধুরী, মাতা : কৃষ্ণা রানী চৌধুরী, গ্রাম : কাকাইলছেও, শ্যামপুর, থানা: আজমিরীগঞ্জ, জেলা : হবিগঞ্জ বর্তমানে গ্রাম : করেরপাড়া, বাসা নং- মোহনা/বি-৯৬, থানা : জালালাবাদ, জেলা : সিলেট এবং আব্দুল মুকিত খান (৪৩) পিতা : মৃত : রহমত খান, মাতা : মৃত মমতা বিবি, গ্রাম : পাঠানটুলা, মোহনা-২৫ ব্লক-এ, থানা : জালালাবাদ, জেলা : সিলেট তাদেরকে আটক করে থানা পুলিশ। 
এসময় আটক করা আসামিদের দেহ তল্লাশি করে আসামি বিরাজ চৌধুরীর পরিহিত জিন্স প্যান্টের ডান পকেট হতে সবুজ রংয়ের পলিথিনে মোড়ানো হালকা গোলাপি রংয়ের মোট ১০ পিস ইয়াবার মতো মাদক দ্রব্য এবং অন্য আসামি আব্দুল মুকিত খানের পরিহিত নীল রংয়ের জিন্স প্যান্টের ডান পকেট হতে সোনালী রংয়ের বেনসন সিগারেটের প্যাকেটের ভিতর সবুজ রংয়ের পলিথিনে মোড়ানো হালকা গোলাপী রংয়ের মোট ৯ পিস ইয়াবার মতো মাদক দ্রব্য জব্দ করা হয়। 
যা মোট ১৯ পিস ইয়াবার মতো মাদক দ্রব্য ওজন অনুমানিক ১.৯ গ্রাম, মূল্য অনুমানিক ৫ হাজার ৭০০ টাকা। উদ্ধার করা এসব মাদক উপস্থিত সাক্ষিদের সামনে গতকাল ২৮ জুন ২০২১ইং তারিখ রাত ১১টা ১০ মিনিটে বাদী তালিকা মূলে জব্দ করেন। 
পরে এ সংক্রান্তে এসআই (নিঃ) দেবাশীষ দেব বাদী হয়ে আটক দুই আসামির বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করলে জালালাবাদ থানার মামলা নং-২১, তাং-২৯/০৬/২০২১ইং, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) -এর টেবিল ১০ (ক) রুজু করা হয়। 
আটক আসামিদেরকে বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়।বিষয়টি সিলেট জালালাবাদ থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা খান নিশ্চিত করেন।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            