মানুষের পাশে বাংলাবাজার ফাড়ির পুলিশ পুলিশ ইনচার্জ গোলাম মোস্তফা
 
                                                                                                সিমা বেগম (ভোলা) : 
বর্তমান করোনা ভাইরাস জনিত কারণে দিনের পর দিন চলছে লকডাউন। মানুষ হারাচ্ছে তাদের কর্ম । কেউ কেউ সরকার থেকে সহযোগিতা পেলেও অনেকে নিজের আত্মসম্মান এর ভয়ে বলতে পারে না।এমনকি তাদের খোঁজখবর নেওয়ার পর্যন্ত মানুষ থাকে না। আজ(১জুলাই) বৃহস্পতিবার  সকালে সরেজমিনে বিস্ময়কর এক  চিত্র দেখা গেছে একজন অসহায় ব্যক্তিকে ফল ও আর্থিক সহযোগিতা করতে। আর্থিক সহযোগিতা করেন বাংলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা। বর্তমানে করোনা পরিস্থিতিতে তার আদর্শ ও মানবিকতার উপরে অটল থেকে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন প্রতিনিয়ত।জনগণ আশ্বস্ত করেছেন যে তিনি আসলে কতটা আপন হতে পারেন। তিনি ২৩ নভেম্বর ২০২০ সালে বাংলাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবে যোগদান করেন।
বাংলাবাজার পুলিশ ফাঁড়িতে যোগদানের পর থেকেই তিনি প্রতিনিয়ত অসহায় থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষদের নিয়ে একের পর এক মানবিক কাজ করে যাচ্ছেন।তার মানবিক কাজ দেখে বাংলাবাজার বাসীর সবচেয়ে আপন মানুষ হয়ে উঠেছেন।
স্থানীয়রা জানায়, এমন একজন সৎ পুলিশ অফিসার পেয়ে তারা অনেক ধন্য। এবং বাংলাবাজার ওনার নেতৃত্বে থাকলে অন্যায়-অত্যাচার ধীরে ধীরে নির্মূল হবে।
গত বৃহস্পতিবার (২৪ জুন) দিবাগত রাতে (১২ পিস) ইয়াবাসহ শাহিন আলম নামে এক মাদক কারবারি কে আটক করেন। এরপর বাংলাবাজার এলাকাবাসীদের বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং ও মাদক বিরোধী প্রতিরোধ এবং করোনা মহামারী থেকে সতর্ক থাকার পরামর্শ দেন এলাকাবাসীকে। এবং করোনার এই কঠিন সময়ে একাধিক বার মাক্স বিতরণ করেন।

 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            