নলছিটিতে লকডাউন বাস্তবায়নে কঠোর পুলিশ
 
                                                                                                রাজু খান (ঝালকাঠি) :  ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে কঠোর তৎপর রয়েছে থানা পুলিশ।নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমানের নেতৃত্বে মাঠ পর্যায়ে লকডাউন বাস্তবায়নে কাজ করছে পুলিশ সদস্যরা।
গত ১ জুলাই সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিন থেকেই  নলছিটি থানা পুলিশের তৎপরতা দেখা গেছে। এদিন সকাল থেকে নলছিটি  থানার পুলিশ সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে তৎপরতায় ছিলেন। পাশাপাশি লকডাউন বাস্তবায়নের লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে প্রচারণাও চলেছে। ঘর থেকে বের হওয়া পথচারীদের থামিয়ে জিজ্ঞাসাবাদও করছেন পুলিশ সদস্যরা।
লকডাউনের প্রথম দিনে পুলিশের তৎপরতায় ঔষধ, কাঁচামাল, ফলের দোকান ব্যাতিত  বন্ধ রয়েছে বেশির ভাগ দোকানপাট। 
লকডাউন বাস্তবায়নের বিষয়ে নলছিটি  থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান জানান, লকডাউনে কঠোর অবস্থানে আছে নলছিটি থানা পুলিশ । বিভিন্ন প্রবেশ মুখে পুলিশ প্রহরায় আছে । লকডাউন বাস্তবায়নে কাউকে ছাড় দেয়া হচ্ছেনা ।করোনার বিস্তাররোধে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে নলছিটি  থানা পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            