বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাতনামা মানসিক রোগী যুবক নিহত
 
                                                                                                নইন আবু নাঈম (বাগেরহাট):
বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাতনামা (২৬) এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ এলাকায় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় আহত হয় ওই যুবক। পরে পুলিশ আহত অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই যুবক। তার মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে রয়েছে। তবে এখন পর্যন্ত ওই যুবকের পরিচয় পায়নি পুলিশ। এমনকি কেউ যুবকের স্বজন হিসেবেও দাবি করেননি। যুবক মানসিক রোগী ছিলেন বলে পুলিশ সূত্রে জানা যায়। 
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, দূর্ঘটনার খবর পেয়ে আমরা ওই যুবককে হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা গেছে। নিহতের মরদেহেরে ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। এছাড়া ওই যুবকের পরিচয় ও স্বজনদের খুজে বের করতে পুলিশ কাজ শুরু করেছে। যদি দুই একদিনের মধ্যে পরিচয় পাওয়া না যায় তাহলে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে তার দাফন সম্পন্ন করা হবে। এছাড়াও ওই যুবকের পরিচিতদের বাগেরহাট সদর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানান তিনি।

 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            