ফরিদপুরে ছয় চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার
 
                                                                                                ফরিদপুরের মোটরসাইকেল চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ সদস্যরা। গত ২৪ ঘণ্টায় জেলার বোয়ালমারী ও মধুখালী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়টি মোটরসাইকেলসহ পাঁচ চোরকে আটক করা হয়।
এ বিষয়ে ফরিদপুর জেলা পুলিশ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। এসময় বক্তব্য দেন- অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা।
তিনি জানান, গোয়েন্দা তথ্যেরভিত্তিতে জেলার মধুখালী উপজেলার কামালদিয়া নামক এলাকা থেকে সাদ্দাম হোসেন (২৭), বিপুল মোল্লা (৩৭) এবং ইলাহী মোল্লাকে (২৭) আটক করা হয়। তাদের দেওয়া তথ্য মতে, পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে শাহিন মোল্লা (৩৮), তুহিন মোল্লা (২৭) আটক করা হয়।এসময় তাদের জিম্মায় থাকা ছয়টি বিভিন্ন কোম্পানির মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশের এই কর্মকর্তা জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            