গাজীপুরে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ২ সদস্য আটক
 
                                                                                                গাজীপুর থেকে দেশীয় অস্ত্রসহ দুইজন ডাকাত দলের সদস্যকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার ১৩ জুলাই রাত অনুমানিক দেড়টার সময় গাজীপুর জেলার কালিয়াকৈর থানার পশ্চিম চান্দুরা গ্রামের নর্দান ক্লথিং গার্মেন্টসের দক্ষিন-পূর্ব পাশে জঙ্গলের ভেতর দেশীয় অস্ত্র-শস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ডাকাত দলের দুই সদস্য মো. প্লাবন (২০), মো. জয় পাঠান (২১) নামের দুইজনকে আটক করে কালিয়াকৈর থানা পুলিশ। তাদের কাছ থেকে ২টি ছোরা ও ১টি ছেনদা উদ্ধার করা হয়।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            