ফুলবাড়িয়ায় জনসচেতনতায় পুলিশের র্যালি
 
                                                                                                মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া): 
আসন্ন পবিত্র ঈদুল আযহায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও কোভিট-১৯ বিষয়ে জনসচেতনতায় ফুলবাড়িয়া থানা পুলিশের র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকালে অনুষ্ঠিত্ব র্যালির নের্তৃত্ব দেন নবাগত থানা অফিসার ইনচাজ মোল্লা জাকির হোসেন। পুলশির পোষাক, মাস্ক, মোটরবাইক, হ্যালমেট সহ সুসজ্জিত একটি বাহিনী পৌর সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোর্শেদুল হাসান খান, সেকেন্ড অফিসার এসআই জ্যোতিশ চন্দ্র দেব ও এসআই রুবেল সহ অন্যান্য অফিসারবৃন্দ র্যালিতে অংশ নেন।

 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            