টাঙ্গাইলের কালিহাতীতে করোনা ও আইনশৃঙ্খলা প্রতিরোধে মসজিদে প্রচারণা ওসির
 
                                                                                                টাঙ্গাইলে করোনা ভাইরাস, আইন শৃঙ্খলারক্ষা ও সামাজিক অবক্ষয়রোধে কালিহাতী থানা ওসি মোল্লা আজিজুর রহমান মসজিদ ভিত্তিক ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালিয়েছেন।  
গতকাল শুক্রবার ১৬ জুলাই উপজেলা আউলিবাদ জামে মসজিদে জুম্মার নামাজের সময় উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোল্লা আজিজুর রহমান বলেন, করোনার প্রকোপ মোকাবিলায় উন্নত দেশগুলো উদ্বেগ ও উৎকন্ঠার মধ্যে পরিত্রাণ পেতে তাদের মতো করেই ব্যবস্থা নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছেন।
 সবাই সচেতন না হলে করোনার থাবার শোচনীয় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রাখার কোন বিকল্প নেই। বিশেষ প্রয়োজনে ঘরের বাইরে মাস্ক পরিধান, হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার, ঘন ঘন হাত ধোয়া এবং গণজমায়েত এড়িয়ে চলার পরামর্শ দেন। উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদে প্রচারণার ধারাবাহিক অংশ হিসাবে  প্রচারণা চালিয়ে যাচ্ছেন ওসি মোল্লা আজিজুর রহমান।
এছাড়া করোনা আক্রান্ত প্রতিবেশিদের প্রতি সহনশীল আচরন এবং সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বর্তমান সামাজিক অবক্ষয়, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্য বিয়ে, কিশোর-কিশোরীদের মোবাইল ব্যবহারে সর্তক এবং ঈদকে সামনে রেখে অপরাধী চক্রের সক্রিয় হয়ে উঠারোধে সর্তক থাকতে হবে।
বিশেষ করে অভিনব কায়দায় গরু চুরি ও মোটরসাইকেল চুরি রোধে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। প্রয়োজনে পুলিশের সহযোগিতা চাইলে তাৎক্ষনিকভাবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
সম্প্রতি কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান উপজেলার বিভিন্ন মসজিদে উপস্থিত হয়ে মুসল্লিদের মধ্যে সচেতনতামূলক প্রচারণা চালিয়ে  যাচ্ছেন।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            