শিরোনাম

শুভ জন্মদিন ড: জামিল আহমেদ

 প্রকাশ: ১৫ জুন ২০২১, ০৩:৫৯ অপরাহ্ন   |   জনসংযোগ


 
নর্থ সাউথ ইউনিভার্সিটির পরিচালক ( জনসংযোগ) ড: জামিল আহমেদ এর জন্মদিন আজ। টিভি ও রেডিও’র জনপ্রিয় উপস্থাপক ও সংবাদ পাঠক হিসেবেও তিনি জনপ্রিয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০ তম ব্যাচের ( ৮৯-৯০) ইংরেজি সাহিত্যের ছাত্র ড: জামিল আহমেদ দীর্ঘদিন কাজ করেছেন এনজিও সেক্টরে। কাজ করেছেন সেভ দি চিল্ড্রেন, একশন এইড,কেয়ার, টি আই বি, ইউ এস এইড, ওয়ার্ল্ড ভিশন, ব্র‍্যাক ইউনিভার্সিটি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে।

বিডিফিনান্সিয়ালনিউজলাইভ.কম এর পক্ষ থেকে ড: জামিল আহমেদকে জন্মদিনের শুভেচ্ছা।