সিলেটে র্যাব ৯ এর অভিযানে এজাহারভূক্ত পলাতক আসামী গ্রেফতার
 
                                                                                                ১৮ জুন গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি সোমেন মজুমদার এর নেতৃত্বে এসএমপির দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী রুচি রেস্টুরেন্ট এর সামনে অভিযান পরিচালনা করে এজাহারভূক্ত পলাতক আসামী আব্দুল মান্নান(৩৬), পিতা-মোঃ আব্দুল আজিজ, সাং- কলগ্রাম, পোঃ খাদিমনগর, থানাঃ শাহপরান(রহঃ), এসএমপি-সিলেটকে গ্রেফতার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি) ধারা মূলে এসএমপির দক্ষিণ সুরমা  থানায় হস্তান্তর করা হয়েছে।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            