শিরোনাম

নারায়ণগঞ্জে হেফাজতের হরতালে সহিংসতার মামলায় গ্রেফতার বিএনপি নেতা

 প্রকাশ: ৩১ জুলাই ২০২১, ১১:৫৬ পূর্বাহ্ন   |   র‍্যাব


নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের হরতালে নাশকতা ও সহিংসতা সৃষ্টির অভিযোগে করা মামলায় বিএনপি নেতা আফজাল হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে র‍্যাব। তিনি সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশরী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

শুক্রবার দুপুরে র‍্যাব-১১'র লে. কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‌‘গ্রেফতার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালে দুষ্কৃতিকারীরা সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক, সানারপাড় ও শিমরাইল এবং চিটাগাং রোড এলাকায় ব্যাপক সহিংসতা, গাড়ি ভাঙচুর, নাশকতা সৃষ্টি ও অগ্নি সংযোগ করে সরকারি কাজে বাঁধা সৃষ্টি করে।’ 

গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে। 

র‍্যাব এর আরও খবর: