চোলাইমদসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-৫
 
                                                                                                র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গতকাল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন সিটিহাট বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে ৪৯৬ বোতল দেশী মদ ০১ টি ইজিবাইকসহ ইজিবাইকের চালক মোঃ জনি (২৫) কে হাতেনাতে গ্রেফতার করা হয়। জব্দ কৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            