বিধিনিষেধ কার্যকরে কঠোর ভূমিকায় র্যাব-৭
 
                                                                                                জনসাধারণের মাঝে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারীভাবে সার্বিক কার্যক্রম ও চলাচলে আরোপিত বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর ভূমিকা পালন করছে র্যাব-৭, চট্টগ্রাম। র্যাব-৭ তার দ্বায়িত্বপূর্ণ এলাকায় এবং নগরীর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করছে। অদ্য সকাল ৬ ঘটিকায় হতে আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত সপ্তাহব্যাপী এই বিধিনিষেধ কার্যকর থাকবে। নগরীর জনসাধারণকে এসময় অতি জরুরী প্রয়োজন ব্যাতিরেকে ঘরের বাইরে চলাফেরায় নিরুৎসাহিত করা হচ্ছে। অতি জরুরী প্রয়োজনে ঘর থেকে বাহিরে গেলে মাস্ক পরিধান এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে গ্রহন করা হচ্ছে আইনগত ব্যবস্থা। এ বিষয়ে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            