ছাদে গাঁজা চাষ, র্যাব-৪ এর হাতে ধরা
 
                                                                                                মানিকগঞ্জের সদর উপজেলার পূর্ব দাশড়া এলাকায় অভিযান চালিয়ে বাসার এক গাঁজা চাষি ও কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪) মানিকগঞ্জ সিপিসি। অভিযুক্ত আবু সাঈদ দীর্ঘদিন ধরে তার নিজ বাসার ছাদে গাঁজা গাছের চাষ ও ব্যবসা করে আসছিল। সে একজন পেশাদার মাদক কারবারি।
বুধবার রাত সাড়ে আটটার দিকে র্যাব-৪ এর মানিকগঞ্জ কার্যালয়ের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন। আটক আবু সাঈদ (৩২) উপজেলার পূর্ব দাশড়া এলাকার মীর আলীর ছেলে।
লে. কমান্ডার আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার পূর্ব দাশড়া এলাকায় অভিযান চালায় র্যাব-৪ এর একটি টিম। অভিযানে সাঈদের বাসার ছাদ থেকে ৫২টি গাঁজার গাছসহ তাকে আটক করা হয়।

 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            