রাজধানীর যাত্রাবাড়ী হতে ১৮৮০ পিস ইয়াবাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০
 
                                                                                                সোমবার র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল কবরস্থান রোড এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১,৮৮০ (এক হাজার আটশত আশি) পিস ইয়াবা ট্যাবালেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১০। 
গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মোঃ রাজ্জাক রবিন (৩৪) ও মোঃ সোহেল মৃৃধা (৪০) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৩টি মোবাইল ও নগদ- ৬২,৯০০/- (বাষট্টি হাজার নয়শত) টাকা উদ্ধার করা হয়।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            