ময়মনসিংহে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত
 
                                                                                                রাসেল আহমেদ(ময়মনসিংহ) :
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই যুবক নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়ে। নিহতদের পরিচয় জানাতে পারেনি র্যাব।
সোমবার (১৯ জুলাই) ভোররাতে উপজেলার যশরা ইউনিয়নের বারইল গ্রামে এ ঘটনা ঘটে।
 বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ র্যাব-১৪’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মো.তালাত।তিনি বলেন, এ ঘটনায় দুই র্যাব সদস্য আহত হয়েছেন।
র্যাব সূত্র জানায়, সোমবার ভোররাতে বারইল গ্রামে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ডাকাত দলের সদস্যরা র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। পরে র্যাব পাল্টা গুলি চালালে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে আহত অবস্থায় ডাকাত দলের দুই সদস্যকে পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            