র্যাব-৫ এর অভিযানে ১১ জন জুয়াড়ি এবং ০৫ মাদকসেবী গ্রেফতার
র্যাব-৫ রাজশাহী এর সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল বুধবার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে, জয়পুরহাট জেলার সদর থানাধীন বাগুয়ান গ্রামস্থ হতে এবং পাঁচবিবি থানাধীন খাস বাট্টা গ্রামস্থ এলাকা হতে মোবাইল-০৯ টি, সিম কার্ড - ১২ টি, মেমোরী কার্ড- ০৪ টি, তাস- ০৩ বান্ডিল, জুয়া খেলার নগদ অর্থ-৩৪৬০/- টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিসহ জুয়াড়ী আসামী মোঃ তোফাজ্জল হোসেন (৪৫), মোঃ শামসুল হোসেন (৪০), মোঃ শাহার উদ্দিন মন্ডল (৫৮), মোঃ আলী মন্ডল (৬৫), মোঃ ফরমান আলী (৫০), মোঃ মনির দেওয়ান (৪৫) এবং মোঃ দেলোয়ার হোসেন (৩০), মোঃ ফয়সাল হোসেন (৩১), মোঃ চঞ্চল মন্ডল (৪০), মোঃ জাহিদ হাসান (২১), মোঃ জাহিদ হাসান (২৫) কে হাতেনাতে গ্রেফতার করে।
অপর ০১টি অভিযানে একই তারিখ জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন শিমুলতলীর বাজার হতে লাইটার-০২ টি, মোবাইল-০৪ টি, সিমকার্ড-০৫ টি ও মেমোরিকার্ড-০১ টিসহ মাদকসেবী আসামী মোঃ বারিকুল ইসলাম (৩৮), শ্রী ভোলানাথ চন্দ্র মহন্ত (৪৫), মোঃ হাফিজুল ইসলাম (৪৫), শ্রী মন্টু রবিদাস (৪৫), মোঃ লোকমান হোসেন (৪৬) দেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
আটক কৃত মাদকসেবী এবং জুয়াড়িদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।