রাজধানীর যাত্রাবাড়ীতে র্যাবের অভিযানে ৩২ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
বৃহস্পতিবার র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ বাসস্ট্যান্ড এলাকায় একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৯,৬০,০০০/- (নয় লক্ষ ষাট হাজার) টাকা মূল্যের ৩২ (বত্রিশ) কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মোহাম্মদ আলী (৪৫) ও মোঃশহীদ (৩২) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি কার্গোট্রাক (ক্লোজ), ০১টি মোবাইল ফোন ও নগদ ৩,৩০০/-(তিন হাজার তিনশত) টাকা উদ্ধার করা হয়।