শায়েস্তাগঞ্জে র্যাবের অভিযানে পর্নোগ্রাফি মামলার আসামী গ্রেফতার
 
                                                                                                নুর উদ্দিন সুমন  (হবিগঞ্জ)  :  
জেলার  শায়েস্তাগঞ্জে পর্নোগ্রাফি মামলার আসামী মোঃ জাকির হোসেন সোহাগ (৩০) কে গ্রেফতার  করেছে র্যাব।  আটক সোহাগ নবীগঞ্জ উপজেলার শ্রীমতপুর এলাকার মৃত মোতাব্বের হোসেনের ছেলে।বুধবার বিকেলে সোহাগকে কারাগারে পাঠানো হয়। 
এর আগে গত ১ জুন  ১২টার দিকে  গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দলের মেজর সৌরভ মোঃ অসীম শাতিল এবং সিনিঃ এএসপি এ,কে,এম কামরুজ্জামান এর নেতৃত্বে  জেলার চুনারুঘাট উপজেলার নতুন ব্রীজ এলাকায় অভিযান  চালিয়ে তাকে আটক করেন। পরে তাকে নবীগঞ্জ  থানায় হস্তান্তর করা হয়। এ তথ্য নিশ্চিত করেন র্যাব ৯ এর সিপিসি কর্তৃপক্ষ। 
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            