ট্যুরিস্ট পুলিশ মাঝেমধ্যে নেমে পড়ে সৈকত পরিষ্কার-পরিচ্ছন্নতায়
 
                                                                                                মাঝেমধ্যে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটকদের নিরাপত্তার পাশাপাশি সৈকত পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে ট্যুরিস্ট পুলিশ।  শতাধিক পর্যটন কর্মীদের নিয়ে সৈকতে ময়লা-আবর্জনা পরিষ্কার করেছেন তারা। পরিচ্ছন্নতা অভিযানে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সকল সদস্য, টোয়াক’র সদস্য, ট্যুরিস্ট বোটের সদস্য, ট্যুরিস্ট গাইড, ক্যামেরাম্যানসহ সৈকত কেন্দ্রীক পর্যটন ব্যবসায়ীরা অংশ নেন।  এ কার্যক্রম দেখে উপস্থিত পর্যটকরাও মুগ্ধ। সব সময় এমন রাখতে পারলে পর্যটকরা মুগ্ধ হতো।
সবাই মিলে এক সঙ্গে কাজ করলে কুয়াকাটা সত্যিই একটি পরিচ্ছন্ন পর্যটন কেন্দ্রে পরিণত হবে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের এক কর্মকর্তা বলেনন, সৈকতটি যেন পর্যটকদের কাছে একটি সুন্দর পরিচ্ছন্ন ও নিরাপদ সৈকত মনে হয়, আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ শুরু করেছি। এখন থেকে রুটিন করে সপ্তাহে একদিন করে সৈকত পরিচ্ছন্নতায় নামা হবে।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                            