বাংলাদেশ কৃষি ব্যাংক অ্যাপসের পাইলট কার্যক্রমের উদ্বোধন
বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) আর্থিক অন্তর্ভুক্তি ও গুণগত মানসম্পন্ন ঋণ বিতরণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বিকেবি অ্যাপস নামে একটি নিজস্ব মোবাইলভিত্তিক ইন্টারনেট অ্যাপস চালু করছে।
গ্রামবাংলার মানুষের কাছে আর্থিক লেনদেন দ্রুত ও সহজ করার জন্য সম্প্রতি এ অ্যাপসের পাইলট কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
ব্যাংকের প্রধান কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনুষ্ঠানিকভাবে অ্যাপসটির উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক মো. আলী হোসেন প্রধানিয়া, উপব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতারসহ সব মহাব্যবস্থাপক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।