অগ্রণী ব্যাংক এর ভার্চুয়াল উম্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত
 
                                                                                                
                                    গ্রাহকদের ঋণ প্রদান এবং সেই ঋণ আদায় ব্যাংকারদের একটি নিয়মিত রুটিন কাজ। ঋণ প্রদান ও ঋণ আদায়ের আইন সম্পর্কে বিশদভাবে জানতে গত ৩০.০৭.২০২১ ইং তারিখে অগ্রণী ব্যাংক এর প্রশিক্ষণ ইনস্টিটিউট  ( এবিটিআই) এর আয়োজনে  অনুষ্ঠিত হলো ' অর্থ ঋণ আদালত আইন,২০০৩ এর উপর  উম্মুক্ত আলোচনা ' শীর্ষক  একটি  ভার্চুয়াল আলোচনা সভা। আলোচনা সভায়  পর্যবেক্ষক হিসেবে  সংযুক্ত ছিলেন অগ্রণী ব্যাংক এর পরিচালনা পর্ষদের সদস্য  তানজিনা ইসমাইল, সাবেক জেলা জজ এবং ড. ফরজ আলী, সাবেক ব্যাংকার,  ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম ও আইন উপদেষ্টা আলতাফ হোসেন। উক্ত আলোচনা সভায় উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে  অর্থ ঋণ আদালত আইন' ২০০৩ বিষয়ক আলোচনা করেন  অগ্রণী ব্যাংক লিমিটেড এর আইন পরামর্শক ব্যারিষ্টার শামীম খালেদ আহমেদ, এ কে এম বদরুদ্দোজা এবং  কাজী শফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক,অগ্রণী ব্যাংক লিমিটেড। উল্লেখ্য আলোচনা সভায় এবিটিআই এর  পরিচালক সুপ্রভা সাইদ এর সমন্বয়ে এবং অনুষদ সদস্য মোঃ মিজানুর রহমানের সহ- সমন্বয়ে মহাব্যবস্থাপকগণ,উপ-মহা ব্যবস্থাপকবৃন্দ সহ ২৭৮ জন অগ্রণীয়ান অংশগ্রহণ করেন।
                                
                            
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            