শিরোনাম

ভোলায় অবৈধভাবে যাত্রী পারাপারে তিন ট্রলার জব্দ

 প্রকাশ: ২৪ মে ২০২১, ০১:২৩ পূর্বাহ্ন   |   কোস্ট গার্ড


করোনাকালে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর ডেঞ্জার জোনে অবৈধভাবে যাত্রী পারাপারের দায়ে ভোলায় তিনটি ট্রলার জব্দ করেছে কোস্টগার্ড।

রবিবার দুপুরে মেঘনা নদীর ইলিশা ফেরিঘাট এলাকা থেকে এ ট্রলারগুলো জব্দ করা হয়।


কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, দুপুরে ইলিশা ফেরিঘাট এলাকা থেকে যাত্রী নিয়ে লক্ষীপুরের মজুচৌধুরী ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল তিনটি ট্রলার। এ সময় কোস্টগার্ডের একটি দল এ ট্রলারগুলোকে জব্দ করে। পরে ঘাটে এনে ট্রলার থেকে যাত্রীদের নামিয়ে দেয়া হয়। জব্দ ট্রলার তিনটি ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরো জানান, ট্রলারগুলোতে গড়ে ৪০ থেকে ৫০ জন করে যাত্রী ছিল। অভিযানের সময় ট্রলারচালকরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, ১৫ মার্চ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ভোলা-লক্ষীপুর নৌ-রুটকে ডেঞ্জার জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ রুটে সি সার্ভে সনদ ছাড়া ছোট কোনো লঞ্চ ও ট্রলারে যাত্রী পারাপারের অনুমতি নেই। এছাড়া লকডাউনের কারণে সব ধরনের নৌ-যান চলাচল বন্ধ রয়েছে।