ঘূর্ণিঝড় ইয়াসের সময় চরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে এনেছিলো কোস্টগার্ড
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় বৈরী আবহাওয়া অব্যাহত রয়েছে। সময় যত বাড়ছে ততই যেন উত্তাল হয়ে উঠছে এ জেলার নদী ও সাগর মোহনা। থেমে থেমে ঝড়ো বাতাস ও বৃষ্টি হচ্ছে।
ঝড়ের প্রভাবে উত্তাল জলসীমা বিপৎসীমার উপর প্রভাবিত হচ্ছে। বৈরী আবহাওয়া ক্রমশ আরও ঘনীভূত হচ্ছে। এতে আতঙ্কতি হয়ে উঠেছেন উপকূলের মানুষ। এদিকে সাগর পাড়ের দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঢালচরের মানুষকে নিরাপদ আশ্রয়ে আনার কাজ শুরু করেছে কোস্টগার্ড।
ঢালচর থেকে অর্ধশতাধিক মানুষকে কচ্চপিয়া ঘাটে নিরাপদে আনা হয়। দুটি মাছ ধরার ট্রলারে তাদের নিয়ে আসা হয়েছে। কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা কর্মকর্তা মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সব চেয়ে ঝুঁকিতে থাকা সাগর উপকূলের বাসিন্দাকে সরিয়ে আনা হয় । কোস্টগার্ডের একটি টিম ঢালচরের থেকে ট্রলারযোগে তাদের কচ্ছপিয়া ঘাটে নিয়ে আসে। এসব মানুষ রাতেই আশ্রয়কেন্দ্র বা তাদের সুবিধামতো স্থানে অবস্থান করবেন। উপকূলের মানুষকে নিরাপদে আনার এ কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।