গাজীপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০০ পিচ ইয়াবা ট্যাবলয়েডসহ ২ কারবারি আটক
 
                                                                                                গাজীপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে শ্রীপুর থানাধীন মুলাইদ এলাকা  থেকে গতকাল বুধবার ৩০ জুন ২০২১ইং তারিখ ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেডসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়। 
এসময় তাদের কাছ থেকে মাদক ৩০০ পিচ ইয়াবা ট্যাবলয়েড উদ্ধার করে ডিবি পুলিশ। মাদকের মূল্য আনুমানিক ৯০ হাজার টাকা।
আটক করা আসামিদের বিরুদ্ধে শ্রীপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            