শিরোনাম

নওগাঁয় বিদ্যুৎ উপকেন্দ্র হচ্ছে

 প্রকাশ: ৩১ মে ২০২১, ০৯:২৭ অপরাহ্ন   |   ডেসা




নওগাঁয় দিন দিন নতুন নতুন কলকারখানা হচ্ছে। বাড়ছে বিদ্যুতের চাহিদা। এ অবস্থায় নতুন উপকেন্দ্র চালু করতে যাচ্ছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কম্পানি লিমিটেড (নেসকো)। সেই সঙ্গে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে কম্পানিটি। এরই মধ্যে নেসকো উত্তর ও নেসকো দক্ষিণে ভাগ করা হয়েছে এর কার্যক্রম। উত্তর অফিস থাকছে পুরনো কার্যালয়ে। দক্ষিণের ১০ মেগাওয়াট নতুন উপকেন্দ্র হচ্ছে শহর থেকে কিছুটা দূরে সদর উপজেলার আরজী নওগাঁর চকপ্রসাদে। আগামী ২১ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

পাওয়ার ডিস্ট্রিবিউশন সিস্টেম ডেভেলপমেন্ট প্রজেক্ট রাজশাহী জোন (বিউবো), রাজশাহীর নির্বাহী প্রকৌশলী নিজামুল হক সরকার জানান, উপকেন্দ্রটির নির্মাণ শেষ হলে আগের সমস্যা থাকবে না।