শিরোনাম

ডেসকো ও এনডিইর মধ্যে চুক্তি সই

 প্রকাশ: ০৬ জুন ২০২১, ০৩:৩৩ অপরাহ্ন   |   ডেসা


ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেড এয়ারপোর্ট রোডের পাশে নিকুঞ্জ-২-এ নিজস্ব দুই বিঘা জমিতে প্রধান কার্যালয় ভবনের নির্মাণকাজ শুরু করেছে। 
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের  নিজস্ব অর্থায়নে ৬ বেইজমেন্ট বিশিষ্ট ১২ তলা ভবনটি নির্মাণে ব্যয় হবে ২৮১ কোটি টাকা। 
ভবনটি নির্মাণের জন্য ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (এনডিই) সঙ্গে গত বৃহস্পতিবার ৩ জুন ২০২১ইং তারিখে ডেসকোর সঙ্গে এক চুক্তি হয়েছে। 
ভার্চুয়াল মাধ্যমে এ চুক্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 
বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ও ডেসকো বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী শেখ ফয়েজুল আমীন।