শিরোনাম

ভোলায় বিধি-নিষেধ অমান্য করায় ৬৪ টি মামলা ও ১৬ জনকে কারাদন্ড প্রদান

 প্রকাশ: ৩১ জুলাই ২০২১, ০৮:৪২ অপরাহ্ন   |   জেলা প্রশাসন



কোভিড-১৯ প্রতিরোধে সরকার কর্তৃক জনস্বার্থে আরোপিত বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করায় শুক্রবার ভোলা জেলায় মোট ১০ টি মোবাইল কোর্টে ৬৪ টি মামলায় মোট ৬৭ জন ব্যক্তির মধ্যে ৫১ জনকে ৬১,৫০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয় ও ১৬ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। 

বাংলাদেশ নৌবাহিনী, বিজিবি, জেলা পুলিশ, নৌ-পুলিশ ও র‍্যাবের সহায়তায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে এই অভিযানসমূহ পরিচালিত হয়।

কোভিড-১৯ প্রতিরোধে শুক্রবার ভোলা জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী ছিল কঠোর অবস্থানে।

জেলা প্রশাসন এর আরও খবর: