শিরোনাম

বগুড়ায় ১০০ মামলায় ১ লাখ ৫৫ হাজার ৬০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত

 প্রকাশ: ৩১ জুলাই ২০২১, ০৮:৫০ অপরাহ্ন   |   জেলা প্রশাসন


করোনাভাইরাসের টিকা দেওয়ার সর্বনিম্ন বয়স ২৫ বছর ঘোষণা করেছে সরকার। উক্ত বয়সসীমার সবাই টিকা নিয়ে ঝুকিমুক্ত ও নিরাপদ  থাকুন। 

বিধি-নিষেধ চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সহায়তার জন্য ফোন করুন জাতীয় হটলাইন নম্বর ৩৩৩-এ।

গতকাল শুক্রবার ৩০ জুলাই ২০২১ইং তারিখ সমগ্র বগুড়া জেলায় সর্বমোট ১৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০০টি মামলায় ১০১জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আইন অমান্য ও স্বাস্থ্যবিধি না মানায় মোট ১ লাখ ৫৫ হাজার ৬০০ টাকা অর্থদন্ড দেওয়া হয়। 

এসময়, জেলা পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, এপিবিএন ও আনসার বাহিনীর সদস্যরা ভ্রাম্যমাণ আদালত পরিচালিনায় সহায়তা করেন। বগুড়ায় জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।

এছাড়া বগুড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে ঘরে থাকতে ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

জেলা প্রশাসন এর আরও খবর: