নীলফামারী জেলা পুলিশের জেলা জুড়ে কর্মতৎপরতা
 
                                                                                                শুক্রবার সরকার ঘোষিত ১৪ দিনের লকডাউনের আজ ছিল ৮ম দিন। লকডাউন সফল করতে নীলফামারী জেলা পুলিশ জেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন করে জনগনকে বিধিনিষেধ মানাতে জনসচেতনতামূলক প্রচারনা চালায়। নীলফামারী জেলা পুলিশের স্থাপিত চেকপোস্ট গুলোহলো: (চেকপোস্ট নং-০১,চেকপোস্ট নং-০২, আনন্দ বাবুর পুল এলাকায় মোবাইল টিমের অবস্থান )জলঢাকা থানাঃ (মোবাইল টিমের বঙ্গবন্ধু চত্বর ও পেট্রোল পাম্প মোড়ে অবস্থান,চেকপোস্ট নং-১৭, জলঢাকা থানা ট্রাফিক পুলিশের তৎপরতা),ডিমলা থানাঃ (চেকপোস্ট নং-০৮), কিশোরগঞ্জ থানাঃ (হোম-কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ),চিলাহাটি তদন্ত কেন্দ্রঃ (চেকপোস্ট নং-১০)। জেলা পুলিশ লকডাউন বাস্তবায়নে জেলা জুড়ে পুলিশের তৎপরতা অব্যাহত রেখেছে।

 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            