লকডাউন নিশ্চিতকল্পে কঠোর অবস্থানে পটুয়াখালী জেলা পুলিশ
 
                                                                                                আজ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ্ পিপিএম এর দিক নির্দেশনায় পটুয়াখালী জেলা পুলিশ কর্তৃক অত্র জেলার বিভিন্ন এলাকায় লকডাউন, সামাজিক দুরত্ব নিশ্চিতকল্পে লকডাউনে কাজ করছে জেলা পুলিশ। এসময় সকলকে বিনা প্রয়োজনে ঘর থেকে বাহির না হবার অনুরোধ করা হয় এবং ঘরে থেকে নিজে ও নিজের পরিবারকে নিরাপদে রাখতে বলা হয়।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            