শিরোনাম

সাবরীনা রহমান বাঁধন এর কবিতা “একদিন”

 প্রকাশ: ২৬ মে ২০২১, ০৬:৫৭ অপরাহ্ন   |   সাহিত্য


একদিন

সাবরীনা রহমান বাঁধন

একদিন ভালোবাসতে দিও যাবার আগে
একদিন ভিজো আমার সাথে মেঘ বরষায়
একদিন সারাদিন কথা শুনব তোমার
একদিন শোনার ভারটা থাকুক তোমার ভাগে
একদিন তুমি এসো কাছে ছুঁয়ে দিতে
একদিন নয় আমিই আদর পরশ দেব
একদিন খুব অভিমানে কাঁদলে না হয়
একদিন তুমি এসো অভিমান ভাঙাতে
একদিন ঐ চোখের ভাষা বুঝতে দিও
একদিন ঐ মনের তাগিদ মেপে নেব
একদিন যদি ঘুম ভেঙে আর ঘুম না আসে
হাতটা তোমার মাথার পরে বুলিয়ে দিও।