সাবরীনা রহমান বাঁধন এর কবিতা “ঘুমহীন রাত আর আমি”
ঘুমহীন রাত আর আমি
সাবরীনা রহমান বাঁধন
ঘুমহীন রাত আমার দিকে
আঙ্গুল উঁচিয়ে বলে
একদা তোমারও চোখে ঘুম ছিল
তুমি খুব সুখী ছিলে
চোখ বুজলেই ঘুম খেয়ে নিত গিলে
সুখের অসুখ বাধালে যে বড়
এত কম দরে ঘুম বিকিয়ে
কী লাভ যে তুমি পেলে।
আমি বললাম তুমি কী বুঝবে
জেগে কী পেলাম দামী
জেগে থেকে থেকে প্রতি রাতে আমি
স্মৃতির অতলে নামি
ঘুমের গভীরে যত যেথা যাই
থাকি তো পড়ে একই সীমানায়
ঘুমহীন চোখে তারে খুঁজে পাই
ঘুমায় যে জন মন আঙিনায়।