কিশোরগঞ্জে ৫৫ হতদরিদ্র পরিবারকে অনুদান দিলেন এমপি পাপন
 
                                                                                                নিজস্ব তহবিল থেকে ৫৫ হতদরিদ্র পরিবারকে ৫ হাজার টাকা করে প্রদান করলেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ রোববার (২৭ জুন) ভৈরব উপজেলা পরিষদ কনফারেন্স হলে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ মো. সায়দুল্লাহ মিয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন, ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি আলহাজ মো. হুমায়ুন কবির, সাখাওয়াত উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. লতিফুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বীরমুক্তিযোদ্ধা মো. সায়দুলল্লাহ মিয়া বলেন, ভৈরব-কুলিয়ারচর আসনের সংসদ সদস্য নাজমুল হাসান পাপন একজন উদার ব্যক্তি। তিনি চাইলে তার নিজস্ব তহবিলের টাকা আত্মীয় স্বজনের মাঝেও বিলিয়ে দিতে পারতেন। কিন্তু তিনি তেমন কাউকে না দিয়ে ভৈরব উপজেলার ৫৫ হতদরিদ্র প্রত্যেকের মাঝে ৫ হাজার টাকা করে বিতরণ করেছেন। এ বরাদ্দ সামনেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            