নির্বাচনী এলাকায় ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ করলেন দিদারুল আলম এমপি
 
                                                                                                সরকার ঘোষিত চলমান লকডাউনের কারনে সীতাকুণ্ডের কর্মহীন মানুষের মাঝে ব্যক্তিগত অর্থায়নে ভালবাসার উপহার সামগ্রী বিতরন করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপ কমিটির সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাংসদ আলহাজ্ব দিদারুল আলম।
বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এই উপহার সামগ্রী বিতরন করা হয়।এমসয় আলহাজ্ব দিদারুল আলম এমপি বলেন
এই চলমান লকডাউনের সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।করোনা মহামারি বাংলাদেশে দিন দিন বেড়েই যাচ্ছে, এথেকে একমাত্র বাঁচার উপায় সরকারি নির্দেশ মেনে চলা,জরুরী প্রোয়োজন ছাড়া ঘর থেকে বাহিরে বের না হওয়া,জরুরী কাজে বের হলেও মুখে মাক্স পরিধান করা।
চলমান লকডাউনে কর্মহীন সীতাকুণ্ড পৌরসভা ও ৯টি ইউনিয়নের মোট ৫ হাজার গরীব অসহায় পরিবারের মাঝে পর্যায়ক্রমে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিনের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন, মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারন সম্পাদক লিটন কুমার চৌধুরী, উপজেলা প্রধান প্রকৌশলী গোলাম মোস্তফা, যুব কর্মকর্তা শাহ আলম, ,পৌর কাউন্সিলর জুলফিকার আলী শামিম, উপজেলা আওয়ামী লীগ নেতা রুহুল আমিন, মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিনিধি জসিম উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন ফোরামের সভাপতি নুরনবী প্রমুখ।

 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            