সহস্রাধিক ভ্যান-রিকশাচালককে আর্থিক সহায়তা নিক্সন চৌধুরীর
 
                                                                                                ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন সদরপুরের ঢেউখালী বাবুরচর বাজার এলাকার প্রায় এক হাজারের অধিক ভ্যান-রিক্সা চালক শ্রমিকদের মাঝে করোনাকালীন সময়ের জন্য আর্থিক সাহায্য প্রদান করেন।
শুক্রবার (৯ জুলাই) বিকেলে মজিবুর রহমান চৌধুরী নিক্সন বিকেলে সদরপুরের ঢেউখালী বাবুরচর বাজার এলাকায় আর্থিক সাহায্য প্রদান করেন।
এর পূর্বে তিনি বাবুরচর খালাশীডাঙ্গি গ্রামের বাবুরচর ও চন্দ্রপাড়া সড়কের একটি সেতুর স্থলে মাটি ভরাটের কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
এ সময় তার সাথে ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান শিকদার, ভাংগা উপজেলার সাবেক চেয়ারম্যান মো. শাহদাদ হোসেন, সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বাবুল, ঢেউখালী ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারুক বেপারীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।

 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            