অক্সিজেন দিয়ে জীবন বাঁচাচ্ছে এমপি জলির পরিবার
 
                                                                                                রনি ইমরান (পাবনা): 
মহামারীকালে আর্তমানবতার সেবায় জীবনরক্ষাকারী অক্সিজেন নিয়ে এগিয়ে এসেছেন পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি ও তার পরিবারের অন্যান্য সদস্যরা।
পাবনা শহরের লাইব্রেরি বাজারে অবস্থিত এমপি জলির বেক্তিগত অফিস থেকে কোভিড-১৯ রোগীদের জন্য বিনামূল্যে এই অক্সিজেন সেবা প্রদান করা হচ্ছে । 
প্রতিদিনই রোগীর স্বজনরা এসে জানালেই তাদের কাছে বিনামূল্য অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে।পাবনায় করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় শহর ও আশপাশের এলাকায় রোগী বেড়ে গেছে। অনেক রোগীরা বাসায় চিকিৎসা নিচ্ছে। তাদের শ্বাসকষ্ট শুরু হলে স্বজনরা এসে এখান থেকে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাচ্ছে। অক্সিজেন দানের বিষয়ে এমপি জলির ছোট ভাই জাহিদুল ইসলাম বলেন, আমাদের এমপি মহাদয় শ্রদ্ধেয় জলি আপা ও পরিবারের বড় বোনদের আর্থিক সহোযোগীতায় আমরা রোগীদের বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করছি। প্রতিদিনই রোগীর স্বজনরা এসে অক্সিজেন সিলিন্ডার নিয়ে যাচ্ছেন। এই বিপদের মূহুর্তে আমাদের মানুষের পাশে দাড়াতে হবে। আমাদের নিজ নিজ দায়িত্ববোধ থেকে মুনাষের জীবন বাঁচাতে সকলকেই এগিয়ে আসা প্রয়োজন। অসহায় রোগীর জন্য কারো অক্সিজেনের প্রয়োজন হলে তারা আমাদের থেকে বিনামূল্যে অক্সিজেন নিতে পারবে। আমাদের অক্সিজেন প্রদানে সার্বিক সহোযোগীতা করছেন পরিবারের অন্যান্য সদস্য বোন মেরি আহাম্মেদ ও সুলতান আহমেদ। 
পাবনায় কোভিড ১৯ পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করছে। জেলায় প্রতিদিনই শনাক্তের হার বাড়ছে। গত ২৪ ঘন্টায় পাবনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২২২ জন। এর মধ্যে সবচেয়ে বেশী শনাক্ত হয়েছে পাবনা সদরে। শনাক্ত ৭৬ জন।সংক্রমণ কমেছে হটস্পট হয়ে ওঠা ঈশ্বরদী কমেছে শনাক্তের হার। ঈশ্বরদীতে নতুন শনাক্ত হয়েছে ৭৫ জন।শহরের এলাকাগুলোতে করোনার উপর্সগ নিয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন অনেকে। কেউ কেউ শনাক্ত হওয়ার পর বাসায় অবস্হান করছেন। এদের বেশীরভাগ পরিবারের অক্সিজেন সিলিন্ডার কেনার সামর্থ্য নেই। রোগীর শ্বাসকষ্টে সময় জীবন বাঁচাতে আক্সিজেনের জন্য ছুটছে রোগীর স্বজনেরা। এসময় বিনামূল্যে অক্সিজেন দিয়ে রোগীদের জীবন বাঁচাচ্ছে মহৎ মানুষরা। 
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            