হেফাজতের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করতে আলটিমেটাম দিলেন এমপি মোকতাদির
 
                                                                                                তাণ্ডবের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতে ইসলামের নেতাদের বিরুদ্ধে করা মামলার আবেদন নথিভুক্ত করতে দুদিনের আলটিমেটাম দিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত স্থানীয় কমিটির সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
শনিবার (২২ মে) রাতে মোকতাদির চৌধুরী তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাসে এ সময় বেঁধে দেন।
তিনি তার ফেসবুক আইডিতে ইংরেজিতে স্ট্যাটাসটি দেন। এতে তিনি লিখেন, ‘আমি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় দায়ের করা মামলার আবেদনটি নথিভুক্ত করতে চাই। এটি নিয়ে কালক্ষেপণ করা হচ্ছে। আগামী ২৪ মে’র মধ্যে এটি নথিভুক্ত না করলে আমি আদালতে মামলাটি দায়ের করব। এটি আমার আলটিমেটাম।’

 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            