আড়াইহাজারের ঐতিহ্যবাহী বিশনন্দী পশু হাট পরিদর্শনে আসেন এমপি বাবু
 
                                                                                                ফেরদৌস রহমান (আড়াইহাজার):
মেঘনা নদীর তীরে অবস্থিত চারদিকে নদীর সমাহার ও প্রাকৃতিক সৌন্দর্যে গড়ে ওঠা আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়ন। স্থলপথ ও নদীপথে এই ইউনিয়নে কাঁচামাল, ব্যবসা বাণিজ্য ও যেকোনো যাতায়াত ব্যবস্থা  সচল। লকডাউন শিথিল হওয়াতে দেশের বিভিন্ন স্থানে বসছে কুরবানির পশু হাট। গরু-ছাগল, ভেড়া-মহিষ নিয়ে মানুষজন জমছে হাটে। ক্রয়-বিক্রয় হচ্ছে শত শত পশু। সব মিলিয়ে ঈদের একটি আমেজ ফুটে ওঠে এসব হাটের চিত্রে।
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নে প্রাচীন ও ঐতিহ্যবাহী পশুর হাট বসে। বহুকাল আগে থেকেই এখানে দেশের তিনটি জেলার মানুষজন পশু ক্রয়-বিক্রয়ের জন্য ভীড় জমায়। জেলাগুলো হলো নারায়ণগঞ্জ, নরসিংদী ও বাঞ্ছারামপুর।  নদী পথ দিয়ে অনায়াসে  পশু নিয়ে আসে তাঁরা আবার পশু ক্রয় করেও নিয়ে যায় নৌকাযোগে। প্রাচীনতম এই পশু হাট-টি সাপ্তাহিকভাবে প্রতি বুধবার বসে। এবার ঈদ উপলক্ষে বুধবার ও ঈদের আগের রবিবার বসবে।
বিশনন্দী পশু হাট পরিদর্শনে আসেন নারায়ণগঞ্জ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।  তিনি প্রতিবছর এই ঐতিহ্যবাহী হাট দেখতে আসেন। হাটে এসে তিনি ক্রেতা ও বিক্রেতাদের খোঁজ খবর নেন। তিনি আমাদেরকে বলেন, " আড়াইহাজারের সবচেয়ে প্রাচীন হাট হলো বিশনন্দী পশু হাট।  এটি অনেক আগে থেকেই বসছে। প্রচুর পরিমাণে পশু এখানে বিক্রি হয়। এই হাটের ঐতিহ্য ধরে রাখতে আমরা সর্বদা সচেষ্ট ভূমিকা রাখতে চেষ্টা করি ও করবো। এই হাটকে কিভাবে আরো মনোরঞ্জন  ও উন্নত করা যায়, সেদিকে আমাদের নজর রয়েছে। "
এসময়ে হাট পরিদর্শনে উপস্থিত ছিলেন-  আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুরশিদ আলম সরকার, বিশনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জসীমউদ্দিন ও সাবেক ভিপি শফিকুল ইসলাম শরিফ এবং  উপজেলা শেখ রাসেলের সভাপতি মাহদী হাসান রিফাত সহ অসংখ্য নেতৃবৃন্দ।

 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            