দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন এমপি নজরুল ইসলাম বাবু
 
                                                                                                মো: ফেরদৌস রহমান (আড়াইহাজার):
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও আড়াইহাজারবাসী ও দেশের সর্বস্তরের মানুষকে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জ- ২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। 
তিনি বলেন, " করোনা সংক্রমণ থেকে শুরু করে এখন পর্যন্ত দেশের পরিস্থিতি খুব সংকটাপন্ন। এমন পরিস্থিতিতে ঈদের আনন্দ যেন মৃতপ্রায়। মন খুলে একে অপরের সাথে ঈদ বিনিময় করতে পারি না। তাই সকলের উচিৎ এই ঈদে মহামারী করোনা থেকে রক্ষা পেতে দোয়া করা। মহান আল্লাহ যেন আমাদেরকে আবারো একটি সুন্দর ও সমৃদ্ধ আগের ন্যায় পৃথিবী ফিরিয়ে দেয়। সকলে স্বাস্থ্যবিধি মেনে কুরবানির ঈদ উদযাপন করুন। আড়াইহাজারবাসীর পক্ষ থেকে সকলকে অগ্রীম ঈদ মোবারক ও শুভেচ্ছা। "
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            