দৌলতখানে কর্মহীন অসহায় মানুষের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ
মোঃ মিরাজ হোসাইন (দৌলতখান):
করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ের কারণে কর্মহীন অসহায় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত নিম্ম আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা বিতরণ করেন ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুল।
আজ সোমবার (১৯জুলাই) সকাল ১১টা থেকে দৌলতখান উপজেলার সৈয়দপুর, হাজিপুর, ভবানীপুর ও পৌরসভায় এ নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মন্জুর আলম খাঁন,উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাওলাদার,পৌর মেয়র জাকির হোসেন তালুকদার,উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর,উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিক মিয়া,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক গোলাম মোর্শেদ কিরন তালুকদার, ভবানীপুর ইউপি চেয়ারম্যান গোলাম নবী নবু,হাজিপুর ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক মোঃ আলমগীর হোসেন সহ প্রমুখ।