জুনাইদ আহমেদ পলক এমপির উদ্যোগে নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা বুথের উদ্বোধন
 
                                                                                                 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির উদ্যোগে আজ   নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা বুথের উদ্বোধন  করা হয়েছে।  আজ শনিবার বেলা ১১টায় নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই নমুনা বুথের উদ্বোধন করা হয়েছে। 
 সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা বুথের উদ্বোধন করেন নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা। এসময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা.মাহাবুবুর রহমান সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 
সদর উপজেলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মাহাবুবুর রহমান জানান, এই স্যাম্পল কালেকশন বুথ উদ্বোধনের ফলে খুব সহজভাবে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির নমুনা সংগ্রহ করা যাবে। এতে করে নমুনা সংগ্রহের পরিমানও বেড়ে যাবে। 
পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, কোভিড-১৯ ভাইরাসের নমুনা দিতে এসে যাতে জনগণ সমস্যায় না পড়ে সেজন্য এই বুথ স্থাপন করা হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বুথ নির্মাণের সকল খরচ বহন করে।এই বুথ স্থাপন কার্যক্রমে সহযোগিতা করেছে নাটোর জেলা পুলিশ। 
উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় নাটোরে সংক্রমণ আগের দিনের চেয়ে বেড়ে প্রায় ৪৫ ভাগে উঠে গেছে। আগের দিনে যা ছিল ২৯ ভাগ।
                                
 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            