৪৪ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ১৪ জনের করোনা পজিটিভ : অনির্দিষ্টকালের জন্য ‘লকডাউন’ নাটোর পৌরসভা কার্যালয়
কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় নাটোর পৌরসভা কার্যালয় অনির্দিষ্টকালের জন্য ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে। পৌরসভায় কর্মরত ৪৪ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ১৪ জনের করোনা পজিটিভ হয়েছে। আরও অনেকে অসুস্থ থাকায় তাদেরও নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছে। আক্রান্তরা নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন। সেজন্য পৌরসভার বিশেষ জরুরি কাজের জন্য ২-১টি শাখায় সীমিতভাবে কাজ চললেও জনসাধারণের ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ লকডাউন চলবে। রোববার (১৩ জুন) দুপুরে নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি এ ঘোষণা দেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন চলবে।