শিরোনাম

পঞ্চাশ লক্ষ পিস গলদা চিংড়ির রেণু উদ্ধার করলো মাওয়া নৌ পুলিশ ফাঁড়ি

 প্রকাশ: ০১ জুন ২০২১, ০১:০৭ পূর্বাহ্ন   |   নৌপুলিশ


নদীমাতৃক এই দেশের মৎস্য সম্পদকে রক্ষা করার প্রয়াসে নৌ পুলিশ বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মাওয়া নৌ ফাঁড়ি, মুন্সীগঞ্জ কর্তৃক ৫০,০০,০০০(পঞ্চাশ লক্ষ পিচ) গলদা চিংড়ির রেণু উদ্ধার করেছে, যার আনুমানিক মূল্য- ৫,০০,০০,০০০(পাঁচ কোটি) টাকা।
গতকাল রবিবার গোপন সংবাদের ভিত্তিতে তারিখে মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ, অফিসার এবং ফোর্সসহ একটি টিম মাওয়া ০৩ নং ফেড়ীঘাট এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রামের থেকে খুলনা গামী একটি ট্রাক তল্লাশি করে ৬৬টি ড্রাম থেকে আনুমানিক ৫০,০০,০০০(পঞ্চাশ লক্ষ পিচ) গলদা চিংড়ির রেণু উদ্ধার করে এবং অবৈধভাবে চিংড়ি রেণু সংগ্রহ ও পরিবহনের দায়ে ০৩ জন আসামীকে আটক করে।
উদ্ধারকৃত রেণু পোনা লৌহজং উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পদ্মা নদীতে অবমুক্ত করা হয় এবং আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অভিযান পরিচালনা প্রসঙ্গে নৌ পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ আতিকুল ইসলাম বিপিএম(বার), পিপিএম (বার) বলেন,“ দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে নৌ-পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"