শিরোনাম

১ কোটি ৩৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি

 প্রকাশ: ০৮ জুন ২০২১, ১১:১২ অপরাহ্ন   |   নৌপুলিশ


নৌ পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মিনা মাহমুদা  এর নেতৃত্বে মুন্সীগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে বাংলাদেশ নৌ পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি।  

অভিযানে নেতৃত্ব দেয়া নৌ পুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, ৭ জুন, ২০২১ দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর থানার বাগবাড়ী এলাকা থেকে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ছয় কোটি পঁচাত্তর লক্ষ টাকা। উদ্ধারকৃত এ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনা প্রসঙ্গে নৌ পুলিশ প্রধান মোঃ আতিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) বলেন, “কারেন্ট জালের উৎপাদন বন্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে আজও নৌ পুলিশ অভিযান পরিচালনা করেছে। দেশের মৎস্য সম্পদ রক্ষার্থে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল নির্মূল না হওয়া পর্যন্ত নৌ পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”