মিতু হত্যা মামলা : পিবিআই'র তদন্তে উচ্চ আদালত পর্যন্ত সন্তুষ্ট
 
                                                                                                 চট্টগ্রামের অপরাধজগতে মিতু হত্যা মামলা  দেশজুড়ে বহুল আলোচিত মামলা। দুটি মামলাই থানায় রেকর্ড হওয়ার পর তদন্ত শুরু করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। দীর্ঘদিন তদন্ত করলেও মিতু হত্যা মামলায় কূলকিনারা করতে পারেনি ডিবি। তাই দীর্ঘ সময় কোনো অগ্রগতি না হওয়ায় আদালত গোয়েন্দা পুলিশ থেকে মামলাটির তদন্তভার স্থানান্তর করেন পিবিআইতে। তদন্তে নেমেই কেঁচো খুঁড়তে সাপ বের করে ফেলে পিবিআই। ডিবিতে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা যা বের করতে পারেননি, পিবিআইতে একজন পরিদর্শক তদন্তে নেমে সেই মামলার মোড় ঘুড়িয়ে দিয়েছেন। স্থবির হয়ে পড়ে থাকা মামলা এখন নতুন নাটকীয় মোড় নিচ্ছে। মামলার বাদী থেকে মিতু খুনের নতুন মামলার প্রধান আসামি হয়ে যান সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার।
চাঞ্চল্যকর মিতু হত্যা মামলার বর্তমান তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বলেন, 'মামলাটি দায়ের হওয়ার পর কয়েকজন আসামি গ্রেপ্তার হয়। দুজন আদালতে জবানবন্দি দেয়। তারপর তদন্তে আর কোনো অগ্রগতি না হওয়ায় আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইতে পাঠায়। মামলাটি পিবিআইতে আসার পর তদন্তে নেমে স্ত্রী খুনের ঘটনায় বাবুল আক্তারের সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেপ্তার করি। এখন মামলায় নতুন নতুন তথ্য ও উপাত্ত উঠে আসছে। স্ত্রী খুনে যিনি মামলার বাদী ছিলেন তাকেই প্রধান আসামি করে নতুন মামলা করেন মিতুর বাবা মোশাররফ হোসেন। পিবিআই'র তদন্তে উচ্চ আদালত পর্যন্ত সন্তুষ্ট।'

 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            