শিরোনাম

দেশে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ করতে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের আহ্বান

 প্রকাশ: ০১ জুলাই ২০২১, ০১:৪৫ অপরাহ্ন   |   রেঞ্জ পুলিশ


করোনা মোকাবিলায় প্রতিটা মুহূর্তে এক অনির্দিষ্ট ভবিষ্যতের দিকে পা বাড়িয়ে চলছে আমাদের বাংলাদেশ।
সরকার ঘোষিত সব বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলতে ও লকডাউন বাস্তবায়নে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নানা ধরণের পদক্ষেপ নেওয়া হয়েছে।
চলমান পরিস্থিতিতে কোভিড-১৯ ছড়িয়ে পড়ার অন্যতম প্রধান উপায় হলো শ্বাসনালী থেকে বেরিয়ে আসা ক্ষুদ্র জলকণা (ড্রপলেট), যা মানুষ কথা বলা, গান গাওয়া, কাশি বা হাঁচি দেওয়ার সময় বেরিয়ে আসে। যদিও গবেষণা চলমান রয়েছে, তবুও আমরা এখন পর্যন্ত জানি যে, ভাইরাস এমন মানুষের মাধ্যমেও ছড়াতে পারে যাদের মধ্যে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ নেই। 
এর অর্থ হচ্ছে, কিছু মানুষ সংক্রমিত হতে পারে কোনো ধরনের উপলব্ধি ছাড়াই। মাস্ক কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়া বন্ধে সহায়তা করে। তাই সবাইকে সঠিক ভাবে মাস্ক পরতে ও দেশের এ করোনা যুদ্ধ মোকাবিলা করতে ও দেশের মানুষকে বাঁচাতে সহযোগিতা করতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের  ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার)।

রেঞ্জ পুলিশ এর আরও খবর: