পিরোজপুরের নতুন পুলিশ সুপারকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির ফুলেল শুভেচ্ছা
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিসে কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান (পিপিএম- সেবা) পিরোজপুরের পুলিশ সুপার হিসেবে পদায়ন হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন, বিপিএম (বার), পিপিএম(বার) সহ রেঞ্জের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।
আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়। এদের মধ্যে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ের পুলিশের সুপার (এসপি) মোহাম্মদ সাঈদুর রহমানকে পিরোজপুরের পুলিশ সুপার করা হয়েছে।